গতকাল সোমবার বোর্ডের দফতর মাদ্রাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জে কওমী মাদ্রাসা বোর্ডের কার্যকরী সভায় হেফাজতে ইসলামের সাবেক আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফী (রহঃ) স্মরণে দু’আ অনুষ্ঠিত হয়। আল্লামা আহমদ শফী (রহঃ) এর রুহের মাগফিরাত কামনা করে দু’আ করেন কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ ছাদী, হাফেজ মাওলানা ফজলুল করীম ফেরদাউস, মাওঃ আজিজুল হক, মাওঃ আঃ বছির, মাওঃ নিয়াজুর রহমান, মাওঃ আবুল কালাম, ক্বারী আব্দুল হালিম, মাওঃ আঃ শহীদ, মাওঃ আলী আহমদ, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ মুতাহির আহমদ, মাওঃ সিরাজুল ইসলাম মীরপুরী, মাওঃ লুকমান আহমদ প্রমুখ।
দু’আর পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে আল্লামা ওলীপুরী বলেন, আল্লামা আহমদ শফী (রহঃ) ছিলেন ইসলামী আন্দোলনের অগ্রপথিক। তিনি চলে গেছেন তাঁর আদর্শ সামনে রেখে আমাদের চলতে হবে। ইসলাম ও মুসলমানদের উপর যে কোন হামলা আসলে সম্মিলিতভাবে তার মোকাবেলা করতে হবে।
উল্লেখ্য, কওমী মাদ্রাসা বোর্ডের কার্যকরী পরিষদের সভায় বিগত অর্থ বছর (২০১৯-২০২০) এর অডিটকৃত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয় এবং আগামী ১৯ শাবান ১৪৪২ হিজরী মোতাবেক ৩রা এপ্রিল ২০২১ইং রোজ শনিবার থেকে ২৭ শাবান মোতাবেক ১১ এপ্রিল রোজ রবিবার পর্যন্ত কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ধার্য্য করা হয়। অধিকন্তু বিগত ৩ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার মজলিশে আমেলার বৈঠকে আল্লামা মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি, আল্লামা নূর হুসাইন কাসেমীকে সহ-সভাপতি ও মাওলানা মাহফুজুল হককে মহাসচিব নির্বাচিত করায় কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ অভিনন্দন জ্ঞাপন করে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com