প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে ৭ম কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশ করায় হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ রাধা বিনোদ মোদক শপিং কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত মোদকসহ কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ। বৃহস্পতিবার রাতে তাঁরা হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন আয়োজিত এমপি আবু জাহিরের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ব্যবসায়ী রঞ্জিত মোদক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সদর উপজেলায় স্থাপনের বিল পাস করায় প্রধানমন্ত্রী, এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com