স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘নিজের বলার একটা গল্প ফাউন্ডেশন’ এর অনলাইনে ফ্রি প্রশিক্ষণ টানা ১ হাজার তম দিন উদযাপন উপলক্ষে নিজের বলার মতো গল্প গ্রুপ ফাউন্ডেশন এর হবিগঞ্জ জেলা ভলান্টিয়ারদের উদ্যোগে সুরবিতান ভবনে মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম, বিসিক হবিগঞ্জ এর এজিএম নাজমুল হোসাইন, হবিগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি মোঃ দেওয়ান মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, বিশিষ্ট আইনজীবী শরীফ উদ্দিন কামাল।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর হবিগঞ্জ জেলা এম্বাসেডর অ্যাডভোকেট আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং এম্বাসেডর সি এম রায়হান উজ্জ্বল ও মাধবপুর উপজেলা এম্বাসেডর সাদামান জহিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা এম্বাসেডর জি কে শুভ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ, মাহমুদ মিয়া, তানিয়া আক্তার। শপথ বাক্য পাঠ করেন জেলা এম্বাসেডর অ্যাডভোকেট আব্দুল ওহায়াব, প্রবন্ধ পাঠ করেন মাধবপুর উপজেলা এম্বাসেডর সাদমান জহির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ সোহাদ আলী। অনুষ্ঠানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ এর উদ্যোক্তাদের নিয়ে লিখা বইটি অতিথিদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে ১ হাজার দিনের কেক কাটা হয় এবং অতিথিদের মাঝে টি শার্ট বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com