স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আলহাজ্ব জি কে গউছের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও হাজী এনামুল হক, সদস্য এম জি মোহিত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম অ্যাডভোকেট আফজাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মাহবুবুল আলম হেলাল, এস এম আব্দুল আউয়াল ও মর্তুজা আহমেদ রিপন, বিএনপি নেতা কামাল সিকদার, কালাম মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ রিংগন, বিএনপি নেতা আব্দুর রউফ, কামাল খান, সাহেব আলী, লিটন আহমেদ, আক্কাস আলী, মোঃ ইলিয়াছ, হারিছ মিয়া, আব্দুল আহাদ, আনোয়ার আলী, আনিসুজ্জামান জেবু, জহিরুল হক সজল, আবুল হোসেন, শাহ ফকির নেওয়াজ, আব্দুর রাজ্জাক চৌধুরী বকুল, মোঃ রুহুল আমিন, আকবর আলী, শাহ মুশলিম, সফিক মিয়া, লিটন মিয়া, আব্দুস সালাম, আলকাছ মিয়া, শাহ রিপন, শাহ জাহির, আব্দুল খালেক, কমরু মিয়া, মাওলানা নাসির উদ্দিন, ছুরত আলী, আব্দুল হান্নান, দুদু মিয়া, মোঃ কাজল, শাহ তাউছ মিয়া, জাহির মিয়া, অ্যাডভোকেট গুলজার খান, অ্যাডভোকেট কুবুত উদ্দিন জুয়েল, মাহবুবুর রহমান মাহবুব, মালেক শাহ, নজরুল ইসলাম কাওছার, শেখ মোতাহের আহমেদ, শিপন আহমেদ আছকির, মোতাহের হোসেন, কাওছার আনসারী, মহিবুর রহমান শাওন, গোলাম মাহবুব, আল আমিন তালুকদার, আবিদুর রহমান রাকিব, ইলিয়াছ আলী তালুকদার, রাজীব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শাহ মাজহারুল ইসলাম রাব্বি, এহসানুল হক ইমরান, নাজমুল হাসান অনি, নুর মোহাম্মদ, রইছ আলী প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com