বাহুবলের ৭টি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া
এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। স্থানীয় সরকারের অধীনে প্রথম ধাপে আগামি বছরের মার্চে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে বাহুবল উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন পুটিজুরীতে বইছে নির্বাচনী হাওয়া। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও গণসংযোগে। এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দলীয়ভাবে হতে পারে, নাও হতে পারে। এই পরিস্থিতিতে বেশ জমেছে নির্বাচনী মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্থানীয় ওয়েব পোর্টালগুলোতেও চলছে ডিজিটাল প্রচারণা।
এবারের নির্বাচনে পুটিজুরী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্নভাবে প্রচারনায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ (তারা মিয়া), তাঁতী লীগের জেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ মিয়া, ইংল্যান্ড আওয়ামীলীগ নেতা ও রূপাইছড়া রাবার বাগান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সাবেক সভাপতি খন্দকার হিরা মিয়া। বিএনপি থেকে ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সভাপতি ও দ্বিগাম্বর বাজার ব্যবস্থাপনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি খন্দকার আমজাদ হোসেন হারিছ, ছাত্রদলের জেলা সদস্য ও গত নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার খোরশেদ আলম সুজন। সম্ভাব্য প্রার্থীরা ভয়াবহ মাদক ও অপরাধ জনক কর্মকান্ড থেকে পুটিজুরীবাসিকে একত্রিত করে প্রতিরোধ গড়ে তোলা, শিক্ষা-দীক্ষায় বঞ্চিত ইউনিয়নের সকল অবহেলিত গ্রামকে শিক্ষার আলোতে আলোকিত করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে চলছেন।