স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুর এলাকা থেকে ৩৫১ বোতল ফেনসিডিল, ১টি সিএনজি অটোরিকশা ও ১টি মোটর সাইকেল’সহ মাধবপুরের মাদক ব্যবসায়ী হারুন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। তার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বিটি দাউদপুরের আব্দুল কাদিরের ছেলে মোঃ আব্দুস সালামকে (৫০) গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী হারুন মিয়া (৩৩) মাধবপুর উপজেলার গিলাতলী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সিএনজি ও মোটর সাইকেলযোগে বিভিন্ন এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাই করে র্যাব নিশ্চিত হয় মাদক ব্যবসায়ী চক্র বিজয়নগর সীমান্ত এলাকা হতে সিএনজি ও মোটর সাইকেল যোগে মাদকদ্রব্যের একটি বড় চালান ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রাত সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন উত্তর শেরপুর গ্রামস্থ আল মারওয়া শপিং মল এন্ড লাইব্রেরীর সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে সিএনজি ও মোটর সাইকেলটি তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে উভয় আসামীকে আটক করা হয়। আটককৃত সিএনজি ও মটর সাইকেলটি তল্লাশী করে ৩৫১ বোতল ফেন্সিডিল, ১টি সিএনজি অটোরিকশা ১টি মোটর সাইকেল, মাদক বিক্রর নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১১ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা বলে জানিয়েছে র্যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com