স্টাফ রিপোর্টার ॥ আজ ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী পৌর কর মেলা হবিগঞ্জ পৌর ভবনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পৌরকর মেলার উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
পৌরসভা সূত্র জানায়, পানির বিল ও পৌর কর প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং পৌর নাগরিকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে পৌর করমেলার আয়োজন করা হয়েছে। মেলায় যে সকল পানির গ্রাহক ও করদাতা বকেয়াসহ সমুদয় বিল ও পৌর কর একত্রে পরিশোধ করবেন তাঁরা পানির বিলের সারচার্জ মওকুফ ও পৌর করের চলতি কিস্তির উপর ১০% রিবেটের সুযোগ পাবেন। তাছাড়া সমুদয় পানির বিল ও পৌর কর পরিশোধের জন্য সম্মাননা সনদ প্রদান করা হবে। মেলায় উপস্থিত হয়ে নিজে বকেয়াসহ সমুদয় পানির বিল ও পৌর কর পরিশোধের পাশাপাশি অন্যকে পরিশোধে উৎসাহিত করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন মেয়র মোঃ মিজানুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com