স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজাঁসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টায় থানার থানার এসআই জহিরুল ইসলাম আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে তালেব হোসেনের ছেলে রমজান মিয়ার (৩৮) বসতঘরে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিল, ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com