লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কার্ডধারী গ্রহীতাদের নামে ভুয়া টিপসই দিয়ে ৪ বছর যাবত আত্মসাতের অভিযোগ উঠেছে মেম্বার রফিক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ৪ বছর ধরে স্থানীয় ১৩ জনের নামে ১০ টাকার চালের কার্ড করে নিজের জিম্মায় রেখে ডিলারের কাছ থেকে তুলে তা আত্মসাত করেছেন। এ ঘটনায় ১৩ জন কার্ডধারী সুবিধাবঞ্চিত প্রতিকার চেয়ে মেম্বার রফিক মিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক, হবিগঞ্জ ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিবরণে ও স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াকরি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালের কার্ড ১৩ জনের নামে করে মেম্বার রফিক মিয়া ৪ বছর ধরে নিজে ডিলারের কাছ থেকে চাল তুলে আত্মসাত করেছেন। বিগত ১৯/০৯/১৬ইং তারিখে যথাযথ কর্তৃপক্ষ থেকে কার্ড ইস্যু করা হলেও ২নং ওয়ার্ডের মেম্বার রফিক মিয়া কার্ডধারীদের কার্ড দেন ২৩/০৯/২০ইং। এতদিন তারা কার্ড চাইলে মেম্বার বলেন তোমাদের কার্ড এখনো আসেনি, আসলে খবর দিব। গত ২৩/০৯/২০ইং যে কার্ড দিয়েছে এর মধ্যে গৌর দাস, পিতা- মনোরথ দাস, কার্ড নং ১২৫; সামছু মিয়া, পিতা- আহম্মদ মিয়া, কার্ড নং ১৬১; তীর্থ রানী সুত্রধর, স্বামী নরেন্দ্র সুত্রধর, কার্ড নং ১৯১ তারা নিতজন কার্ড পেলেও কার্ডে তাদের কোন ছবি নেই। ফলে তারা চাল আনতে গেলে ডিলার খোকন কার্ডে ছবি না দেখে ট্যাগ অফিসার হেলাল উদ্দিনের কাছে কার্ডগুলি হস্তান্তর করেন। এ ব্যাপারে ট্যাগ অফিসার হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি তিনটি কার্ডে ছবি নেই স্বীকার করে বলেন, বর্তমানে কার্ড তিনটা আমার কাছে আছে।
এ ব্যাপারে ভূক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাল আত্মসাতেকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com