স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়ার বাউল গানের আসর থেকে এক দর্শকের মোটর সাইকেল চুরি হয়েছে। গত সোমবার গভীররাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন রাতে সদর উপজেলার পাঁচপাড়িয়া মাজার সংলগ্ন এলাকায় বাউল গানের আয়োজন করে সাহাবুদ্দিন ও খুর্শেদ নামের দুই ব্যক্তি। ওই বাউল গানে হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকা থেকে নারী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করতে যান। এই বাউল গানের আড়ালে জুয়া খেলাও অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বিগত ৪/৫ বছর ধরে হবিগঞ্জ জেলা শহরে নারী শিল্পী দিয়ে বাউল গান নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া সম্প্রতি মহামারী করোনার কারণে ৫/৬ মাস বাউল গানের আয়োজন করা হয়নি। কিন্তু গত সোমবার রাতে পাঁচপাড়িয়া এলাকার মাজারের পাশে বাউল গানের আয়োজন করা হয়। মহামারী করোনার সময়ে কার অনুমতিতে এ গানের আয়োজন করা হয়েছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ গানে দর্শক হিসেবে যান হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি। তিনি মোটর সাইকেল রেখে ফেরার এক পর্যায়ে দেখতে পান তার মোটর সাইকেলটি (হবিগঞ্জ ল-১১-২৪০৪) নেই। এ ব্যাপারে তিনি সদর থানায় জিডি করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com