স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই গ্রামে চাঞ্চল্যকর কালাই মিয়া হত্যা মামলার ১৭ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। সম্প্রতি কালাই মিয়াকে একই গ্রামের লোকজন পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার পুত্র জাহির মিয়া বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করলে পুলিশের তাড়া খেয়ে তারা আদালতে হাজির হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com