স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা পরিষদ হবিগঞ্জের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তিনি বলেন দেশকে এগিয়ে নিতে এবং জনগণের স্বার্থরক্ষার্থে কাজ করে যাচ্ছে সরকার। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমীন ওসমান, সদস্য মোঃ আসিক মিয়া, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ফাতেমাতুজ জহুরা রীনা, সালেহা চৌধুরী এবং জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com