স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গোবিন্দপুর গ্রামের ফয়সল আহমেদের ২ বছর বয়সী ছেলে আবরার আহমেদ সকাল ৯টার দিকে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রায় ৩ ঘন্টা পর একই গ্রামের জহিরুল ইসলামের দেড় বছর বয়সী মেয়ে তানিশা আক্তার অসাবধানতাবশত পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com