ফয়সল মাহমুদ ॥ চুনারুঘাট উপজেলার নালমূল বাজারস্থ খোয়াই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা এবং প্রায় ৫শ’ মিটার পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। একই সময়ে নালমুখ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ অভিযান পরিচালনা করার সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ/বিক্রি করার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
গতকাল বৃহস্পতিবার চুনারুঘাটের ইউএনও সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল মোবাইল কোর্ট পরিচালনা করে পাইপ ধ্বংস ও অর্থদন্ড করেন।
মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন ১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে অবৈধভাবে বালু উত্তোলন এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ/বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com