বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে রাস্তার পাশে ১ হাজার জারুল গাছের চারা রোপন করা হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে ১ হাজার জারুল গাছের চারা রোপন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে হাওর প্রধান বানিয়াচং উপজেলার প্রধান প্রধান সড়কের পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য ১০ হাজার চারা রোপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে আগস্ট মাসে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মাধ্যমে গাছের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। হাওরের সৌন্দর্য বৃদ্ধির জন্য হাওরের মাটি ও জলবায়ুর সাথে সামঞ্জস্য আছে এমন গাছ যেমন সোনালু, হিজল, করচ, কাঞ্চন, জারুল গাছ রোপনের উদ্যোগ নেওয়া হয়। ওইদিন দিনভর গাছের চারা রোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান- হাওর থেকে হারিয়ে যাওয়া হাওরের উপযোগী বিভিন্ন বৃক্ষ রোপন করার মাধ্যমে আবারও হাওরের হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এতে করে হাওর দর্শনে আসা পর্যটকগণ আরও বেশি আকৃষ্ট হবেন বলে আমি বিশ^াস করি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com