স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস আজমিরীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড করেন।
সূত্র জানায়, মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) ২০১৩ এর ৪ ধারা অমান্য করায় আজমিরীগঞ্জ বাজারের রাদী স্টোরকে ৩ হাজার টাকা, সরুপ চক্রবর্তীকে ৩ হাজার টাকা, প্রদীপ স্টোরকে ৩ হাজার টাকা, হরিপদ রায় স্টোরকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ফারহান লিয়াকত অনিক ও স্যানেটারী ইন্সপেকটর আমজাদ হোসেন। অভিযানে এসআই বিদ্যুত কুমারের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com