স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অপহরণকারীর মা চাচা ও বন্ধুকে আটক করা হয়েছে। রবিবার কলেজ ছাত্র তারেকের মা, চাচা শাওন আহমেদ ও বন্ধু বিশালকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তবে পুলিশের দাবি অচিরেই তাদেরকে উদ্ধার করা হবে।
পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের সহিদুল ওরফে নুর মিয়ার পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র তারেক মিয়া ও একই গ্রামের হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ছাত্রী সাবিহা আক্তার গত ১৭ জুলাই আজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় সাবিহার পিতা মাসুম আহমেদ চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় তার মেয়েকে অপহরণ করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ গত রবিবার সকালে বালিয়ারী গ্রাম থেকে তাদেরকে আটক করে।
তবে অপর একটি সূত্র জানায়, ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এক পর্যায়ে পরিবারে বাধার মুখে প্রেমিকযুগল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সাবিহাকে উদ্ধার করার জন্য দায়িত্ব দেয়া হয় চুনারুঘাট থানার ওসি তদন্ত আশরাফুল ইসলামকে। কিন্তু সোমবার রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে প্রেমিক যুগলকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
চুনারুঘাট থানার ওসি নাজমুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে ৩ জনকে আটক করা হয়েছে। ভিকটিম সাবিহাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। অচিরেই উদ্ধার করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com