নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইউপি চেয়ারম্যানদের সাথে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের দুর্ব্যবহার এবং কাজের বিল প্রদানে নানা টালবাহানার প্রতিবাদে গতকাল সোমবারও নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানগণ মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বর্জন করেছেন। তারা তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সভা বর্জন অব্যাহত রাখায় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। গত জুন মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও সমন্বয় সভা বর্জন করেন চেয়ারম্যানবৃন্দ। নবীগঞ্জ উপজেলার পঞ্চম পরিষদের ৩য় ও ৪র্থ মাসিক সমন্বয় সভা বর্জনের ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান ইজাজুর রহমান। তবে গতকাল সোমবার অনুষ্ঠিত মাসিক সভায় ৩ জন ইউপি চেয়ারম্যান ব্যতিত আর কোন চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় সভা অনুষ্ঠিত হয়নি বলে পরিষদ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সোমবার নবীগঞ্জ উপজেলা পরিষদের ৪র্থ সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভা আহ্বান করা হয়। নির্ধারিত সময়ে সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমসহ কমিটির অন্যান্য সদস্য ও ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, বড় ভাকৈর (পুর্ব) ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা আশিক মিয়া, করগাঁও ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ছাইম উদ্দিন উপস্থিত হলেও বাকী ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত হননি। তারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের সাথে দুর্ব্যবহার, বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের বিল প্রদানে নানা টালবাহানার অভিযোগ এনে চেয়ারম্যানরা উক্ত সভা বর্জন অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে একাধিক ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ করলে তারা এর সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com