স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ২টি বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাসাগুলোর ভেল্টিলেটর ভেঙ্গে নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, সোমবার রাতে বাণিজ্যিক এলাকার আব্দুল ওয়াদুদ তালুকদারের বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা বাসার ২য় তলার ভেন্টিলেটর ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা আব্দুল ওয়াদুদ তালুকদারের ভায়রা ভাই আব্দুর রব চৌধুরীর বাসার জানালার গ্রীল দিয়ে কৌশলে ইলেক্ট্রিক তারসহ বাসা নির্মাণে স্যানেটারীর লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে পরিবারের লোকজন চুরির আলামত দেখে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির বিষয়টি নিশ্চিত করে এসআই অভিজিৎ ভৌমিক বলেন, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা ঘটনা ঘটেছে। আমরা চোরদের গ্রেফতারের জন্য রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com