এসএম সুরুজ আলী ॥ নবীগঞ্জ ও বাহুবলের ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকে আক্রান্ত প্যারালাইজড ও জন্মগত হৃদরোগের মতো জটিল রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। সোমবার এ অনুদানের টাকা রোগীদের হাতে তুলে দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। এ উপলক্ষে উপজেলার দেবপাড়াস্থ সংসদ সদস্যের গ্রামের বাড়িতে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রফেসর মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুহিত, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, এটিএম রুবেল, আব্দুল মুকিত মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ।
চেক বিতরণ অনুষ্ঠানে এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন- প্রতি বছরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ এনে নবীগঞ্জ ও বাহুবলের অসহায় অসুস্থ মানুষদের মধ্যে বিতরণ করছি। প্রধানমন্ত্রী আমার বাবার প্রতি সম্মান দেখিয়ে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। এ জন্য আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন- বন্যায় ক্ষতিগ্রস্ত নবীগঞ্জের মানুষের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছি। আশা করি তিনি আমাকে সহযোগিতা করবেন। এছাড়াও নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ, আউশকান্দি ও ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী ভাঙ্গন এলাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হককে সাথে নিয়ে নৌকাযোগে পরিদর্শন করেন। এ সময় উভয় মন্ত্রী নদী সংস্কারের জন্য এমপি মিলাদ গাজীকে প্রায় ৫শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আশ^াস দেন। আশা করি প্রকল্পগুলো বাস্তবায়নে ওই অর্থ সরকার বরাদ্দ দেবে। তিনি বলেন- আমার বাবা আজীবন নবীগঞ্জ-বাহুবলের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সেই বাবার সন্তান হিসেবে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে ওই এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা কামনা করি। এ সময় চেক প্রাপ্ত রোগীদের সুস্থতা কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। চেকপ্রাপ্ত রোগীরা প্রধানমন্ত্রীর অর্থ বরাদ্দ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেকেই প্রধানমন্ত্রী ও এমপি মিলাদ গাজীসহ পরিবারের লোকজনদের দীর্ঘায়ূ কামনা করেন। অনুষ্ঠানে বক্তারাও এমপি মিলাদ গাজীর পিতা মরহুম সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ভূয়সী প্রশংসা করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রুকুত মিয়া। পরে এমপি মিলাদ গাজী বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে বাহুবলের রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করেন। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ ও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com