স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই করে নেয়া মোটর সাইকেলটি উদ্ধার করা যায়নি কিংবা ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
গত রবিবার হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ এলাকায় আলমগীর চৌধুরী (৫০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল, নগদ ১ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত আলমগীর চৌধুরী মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান আলীর পুত্র।
আহত সূত্রে জানা যায়, তিনি তাঁর ব্যবহৃত নতুন এপাছি মোটর সাইকেলটি নিয়ে সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তিনি শরীফাবাদ এলাকায় পৌঁছলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছিনতাইকৃত মোটর সাইকেল, নগদ টাকা উদ্ধার বা কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আলমগীর চৌধুরী তার মোটর সাইকেল ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com