স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুর রহমান দীঘলবাগী হুজুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিল্লাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নারায়ণপুর গ্রামের আব্দুল মন্নাফ ওরপে পাইন্না মিয়ার পুত্র।
সোমবার বিকেলে দুপুরে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সম্প্রতি ওই হুজুরকে নিয়ে বিল্লাল ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রেক্ষিতে হবিগঞ্জ ও বাহুবলে কওমীপন্থি আলেম ওলামাসহ সর্বস্থরে প্রতিবাদ হয়। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়। ওসি মাসুক আলী জানান, বিল্লালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com