কাজী মাহমুদুল হক সুজন ॥ স্বাস্থ্যবিধি অমান্য ও যানজট নিরসনে চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে চুনারুঘাট পৌর এলাকায় যানজট নিরসনে, রাস্তার পাশে যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চালানো এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
প্রসঙ্গত, অভিযানে সর্বমোট ১২টি মামলায় ৬ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com