স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ টমটম ধরতে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার কর্মচারি ও হবিগঞ্জ টমটম শ্রমিক কল্যাণ পরিষদের সদস্যরা অভিযান চালান। অভিযানকালে ৮টি অবৈধ অর্থাৎ নম্বরপ্লেট বিহীন টমটম আটক করা হয়। টমটম এর নম্বরপ্লেট জালিয়াতিসহ নম্বরবিহীন টমটমও রয়েছে। হবিগঞ্জ পৌরসভা ও শ্রমিক কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, পৌরসভার অনুমতি ১২শ টমটমের বিপরীতে এক শ্রেণির অর্থলোভী টমটম মালিকরা জালিয়াতির আশ্রয় নিয়ে ভূয়া নম্বর প্লেট বানিয়ে শহরে টমটম চালাচ্ছেন। অবৈধ টমটম মালিকদের মাঝে সমাজের গুরুত্বপূর্ণ পেশার লোকজন রয়েছেন। গতকাল প্রথম দিনের অভিযানেই হুমায়ুন মিয়া নামের এক ব্যক্তির টমটম রয়েছে। শ্রমিক পরিষদ ও পৌর কর্মচারিরা জানিয়েছেন ১৪ নং প্লেটের টমটমটি অন্য আরেকজনের। তিনি আসল নম্বর প্লেটের মতো দেখতে একটি প্লেট তৈরি করেছেন। তিনি সারাদিন বিভিন্ন স্থানে তদবির করার পরও তার গাড়ি ছাড়াতে পারেননি। জানা যায়, শহরে অবৈধ টমটম চলাচল বেড়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগ বেড়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com