স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুরে এক কোম্পানীর নির্মাণ শ্রমিক কাজ করার সময় ছাদ থেকে পড়ে মারা গেছেন। কাসেম (৩০) নামের ওই শ্রমিক ঢাকার দোহার উপজেলার নারিশা গ্রামের বাসিন্দা মতিন তালুকদারের ছেলে। তিনি ওই কোম্পানীতে শ্রমিকের কাজ করছিলেন। সোমবার বিকেলে কাজ করার সময় অসাবধনতাবশত তিনি ভবনের ছাদ থেকে পড়ে গেলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সদর থানার এসআই পার্থ রঞ্জন লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com