হবিগঞ্জ জেলা কৃষক লীগের জাতীয় শোক দিবসের সভায় এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিদেশে থাকায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট শেখ রেহেনা ঘাতকদের হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি আরো বলেন- বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় জিয়াউর রহমান জড়িত রয়েছেন। এরপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যারা বঙ্গবন্ধুর পরিবারকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা এখন রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা মসজিদের সামনে জেলা কৃষক লীগ আয়োজিত ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব দেওয়ান জয়নাল আবেদীন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগ ও সকল উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ হবিগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।