সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় সাম্প্রতিককালে বন্যায় ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামের কাছে করাঙ্গী নদীর দুটি স্থানে ভাঙ্গনগুলো দীর্ঘ ৩ মাসেও মেরামত হয়নি। ফলে ভাঙ্গন এলাকার ৩টি গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিককালে নিজগাঁও গ্রামের মরহুম আছিম উল্লাহর বাড়ির পাশে করাঙ্গী নদীর বাঁধটি বন্যার পানিতে ভেঙে যায়। এ ভাঙ্গনের চিত্র বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়। এ প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ৩ দিনের মধ্যেই ভাঙ্গন মেরামত করা হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ ৩ মাস অতিবাহিত হলেও ভাঙ্গন মেরামত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমপি’র প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেনি। ফলে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা প্রবাসী নজীর হোসেন দুর্ভোগের বর্ণনা দিয়ে বলেন বাহুবল থেকে নিজগাঁও গ্রামে প্রবেশের পথে দুটি রাস্তাই ভাঙ্গা থাকায় কোন পণ্য পরিবহন বা একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।