সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত বৃন্দাবন চা বাগানের এমডি সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমেদ মজুমদারের চা বাগানের চা শ্রমিকের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন তাঁর কন্যা রানা মজুমদার। এমপি হাফিজ আহমদ মজুমদার ২১ আগস্ট তাঁর মেয়ে রানা মজুমদারকে সাথে নিয়ে বাগান পরিদর্শনে আসেন। এ সময় তিনি চা বাগান স্কুল মাঠে সকল শিক্ষার্থীদের জড়ো করে তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। এক পর্যায়ে তাঁর মেয়ে বাগানের কোন ছাত্রছাত্রীর লেখাপড়া যেন বন্ধ না হয় তাদের ব্যয়ভার মেটানোর প্রতিশ্রুতি দেন। পরে এমপি হাফিজ আহমদ মজুমদার ও তাঁর মেয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পোষাক ও খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন সহ স্টাফবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com