নিতেশ দেব, লাখাই থেকে ॥ গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে সবুজ বনায়নের লক্ষ্যে লাখাইয়ে ১নং লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ৩শ’ ফলজ ও বনজ চারা গাছ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার লাখাই ইউনিয়নের বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন, মোঃ রইস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি গোলাম রাব্বানী শাকির, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস প্রমূখ। সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী শাকির জানান- বর্ষার পানি কমে গেলে সংগঠনের পক্ষে আরো ১ হাজার গাছের চারা লাগানো হবে। পুরো ইউনিয়নের প্রতিটি গ্রামকে বনায়নের মাধ্যমে ভিন্নমাত্রায় পৌঁছানোর আশা ব্যক্ত করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com