স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা’র ২০২০ সালের ‘চুম্বন’ থিমের সেরা পুরস্কারটি জিতে নিয়েছেন হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার আলোকচিত্রী শাহেদ আহমেদ। যার প্রাইজমানি এক হাজার ডলার। স্পেনের বার্সেলোনা থেকে পরিচালিত ‘আগোরা’ প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল ‘কিস’। এ বিষয়ের উপর মোবাইল অ্যাপের মাধ্যমে সারা পৃথিবী থেকে কয়েক হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে বিচারকমন্ডলী সেরা ৫০টি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই ৫০টি ছবি ছেড়ে দেয়া হয় অনলাইন ভোটের জন্য। সেখান থেকে প্রথম ধাপে আলোকচিত্রীদের ভোটে ৫টি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে শাহেদের ছবিটি সর্বাধিক ভোটে বিজয়ী হয়। সেরা পুরস্কার বিজয়ী আলোকচিত্রীকে আগোরা দিয়ে থাকে ‘হিরো’ উপাধি। হবিগঞ্জের সাতছড়িতে দুটি কাঠ-শালিকের খুুনসুটির ছবি তুলে পুরস্কারটি জিতে নেন শাহেদ।