স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের বেলঘর এলাকায় ২৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তি এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জের মনতলা ও ব্রাহ্মণবাড়িয়ার সাতবর্গ রোড হয়ে সিলেট নিয়ে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাধবপুরের মনতলা হতে ঢাকা মেট্রো-গ-১৭-৭১৭০ প্রাইভেটকারে করে মাদকদ্রব্যের একটি বড় চালান বিজয়নগরের সাতবর্গ হয়ে সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে পূর্বে সংবাদ পেয়ে প্রাইভেটকারটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে না থেমে উল্টা ঘুরে হবিগঞ্জের দিকে চলে যায়। তখন র্যাব সদস্যরা প্রাইভেটকারটির পিছু ধাওয়া করে মাধবপুর উপজেলার বেলঘর বাসস্ট্যান্ড হতে প্রাইভেটকারটিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরার মালেক মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (২৬) ও মাদারীপুর জেলার চর মগুরিয়ার আক্তার মল্লিকের ছেলে মোঃ কিবরিয়া মল্লিক (২১)।
র্যাব জানায়, আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ২৮ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com