স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে হেলেনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছে। সে ওই গ্রামের তাহির মিয়ার কন্যা। মঙ্গলবার সকালে স্বামী সেলিম মিয়ার সাথে অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে হেলেনা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।
জানা যায়, ৫ বছর আগে একই গ্রামের ইউনুছ আলীর পুত্র সেলিমের সাথে হেলেনার বিয়ে হয়। এরপর কিছুদিন তাদের দাম্পত্যজীবন সুখেই কাটে। সম্প্রতি স্বামী স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com