স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব, যাঁকে কোনো বিশেষণে বিশেষায়িত করা যাবে না। এই মহান নেতা বাঙালি জাতির জীবনে এক জ্যোতির্ময় আলোকবর্তিকা। তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি বলে তাঁর জীবনের বড় সময় কারাগারে কেটেছে। আদর্শ ও মূল্যবোধ থেকে তিনি এক পা পিছু হটেননি। বাঙালি জাতির উন্নয়ন-অগ্রগতিতে বঙ্গবন্ধু জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
আবু জাহির বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাঙালি জাতির পিতা। দলীয় আদর্শ ও রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে। কিন্তু এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে বঙ্গবন্ধুর অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তাই আসুন বঙ্গবন্ধুর দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত দেশ গড়ার শপথ গ্রহণ করি। এ সময় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতলিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান, মোঃ আলী মুন্সী, জেলা ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই, আব্দুল আউয়াল পাভেল, মরম আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু এবং জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com