স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক এসএম মাহফুজের উদ্যোগে হবিগঞ্জ শহরের ৯নং ওয়ার্ডের অনন্তপুরস্থ পৌর কৃষকলীগের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ করা হয়েছে। এসএম মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ শাহিন, যুগ্ম সম্পাদক এম আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, মোঃ সামাল হোসেন, কাউছার আহমেদ, অর্থ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুক মিয়া, পৌর কৃষকলীগের সভাপতি মনিরুল আলম বাছির, সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ হারুন, সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল, কৃষকলীগ নেতা আব্দুল হেকিম, ১১নং মক্রমপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জামাল তালুকদার, সহ সভাপতি মোঃ বারিক মিয়া, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সালাম প্রমূখ। কৃষকলীগ নেতা জহিরুল ইসলাম ইমনের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজান বলেন- দীর্ঘ মেয়াদীয় ষড়যন্ত্রের অংশ ছিল ১৫ আগস্ট। এদিন বাঙালি জাতির জন্য একটি কলংকিত দিন। ১৫ আগস্টের সাথে জড়িত সকল কুশিলবদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবী। জেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক এসএম মাহফুজ বলেন- ১৫ আগস্টের মতো ঘটনা না ঘটলে জাতির পিতার নেতৃত্বে দেশ বহুগুন এগিয়ে যেত। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ন্যাক্কারজনক ঘটনায় জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করা হয়। শেষে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের অনন্তপুর এলাকায় কয়েকশ দু:স্থের মাঝে খাবার বিতরণ করা হয়।