স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম পিপিএম) শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পন করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমূখ। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সভাকক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভায় সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়।