শংকর শীল, চুনারুঘাট প্রতিনিধি : কুলাউড়া লংলা চা বাগানস্হ “বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ” (UTSA) এর উদ্যোগে হবিগঞ্জের চুনারুঘাট ১নং গাজীপুর ইউনিয়নের রেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চা শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২মে) বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ওই বিদ্যালয়ে ৪৮০ জন অসহায় চা শ্রমিকদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি জ্যোতিময় কানু ও সেক্রেটারি কৃষ্ণ রাজভর জানান, আমাদের এ সংসদের নিজ অর্থায়নে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় চা শ্রমিকদের মাঝে ১০কেজি চাল, ৩কেজি আটা, ২কেজি আলু, ১কেজি পিয়াজ, ১কেজে মশুড়ি ডাল, ১লিটার সয়াবিন তৈল, ২ প্যাকেট সেমাই সহ এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লেখ যে, রেমা চা বাগান গত ২/৩ মাস যাবত বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ওই
চা বাগানের ৪৮০ জন অসহায় চা শ্রমিকদের মাঝে এ বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com