বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় লোকজনকে মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে হবিগঞ্জ তথা সিলেট বিভাগের প্রাচীনতম বিদ্যাপীট ঐতিহ্যবাহী বৃন্দাবন কলেজের প্রতিষ্ঠাতা শ্রী বৃন্দাবন চন্দ্র দাসের জন্মস্থান বানিয়াচং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষ এবং কলেজের দরিদ্র ছাত্র,ছাত্রীদের মাঝে টিম বানিয়াচং এর তত্ত্বাবধানে ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের’ পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগদ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। মানবিক সহযোগিতা কার্যক্রমে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন আব্দুল কাইউম মাস্টার প্রধান শিক্ষক লামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সামায়ূন ঠাকুর প্রভাষক সুফিয়া মতিন মহিলা কলেজ,ডাঃ মুবিন ঠাকুর ডেন্টাল হাব হবিগঞ্জ,বুলবুল আহমেদ দলিল লেখক,ছাত্রনেতা মুবিন মিয়া। টিম বানিয়াচং উপজেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোজাহিদ খান সুজন, সহ সভাপতি শারমিন চৌধুরী পাপড়ি, সহ সভাপতি ওবায়দুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক
খান মোঃ এহতেশাম শাওন, সহ সাধারণ সম্পাদক শাহ ফয়জুর রহমান ফয়েজ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হারিছ আকিল, সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাধারণ সম্পাদক শাহীন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহি উদ্দিন অপু, দপ্তর সম্পাদক মাসুম চৌধুরী, সহ দপ্তর সম্পাদক কাওছার আলম মাসুম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান রাসেল, সহ মহিলা বিষয়ক সম্পাদক নিশিতা সাইরাত চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিহাব আহসান। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, পাশাপাশি বৈশ্বিক এই মহমারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য টিম বানিয়াচং এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ অসহায় ও দরিদ্র মানুষদের কথা  বিচার করে উনাদের টিমের সমন্বয়ের মাধ্যমে উনারা ব্যাক্তিভাবে বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করেন।