নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে করোনা ভাইরাস সুরক্ষার পিপিই ও রেইনকোট বিতরণ করেছেন লন্ডন প্রবাসী সমাজসেবক এ. কে আজাদ কনর। গতকাল শুক্রবার বিকালে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি- হীরাগঞ্জ বাজারস্থ এনটিভির অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ এর পরিচালনায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম,এ আহমদ আজাদ এর সভাপতিত্বে পিপিই ও রেইনকোট বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ সুলতান আহমদ, লন্ডনের চ্যানেল এস এর সাংবাদিক রাকিল হোসেন, চ্যানেল সিক্স এর জেলা প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, সাংবাদিক এম, মুজিবুর রহমান, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, সাংবাদিক শওকত আলী সহ আরো অনেকেই। পিপিই ও রেইনকোট বিতরণ অনুষ্ঠানে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম তালুকদার, মানবকন্ঠের নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান, আওয়াজ টিভির নবীগঞ্জ প্রতিনিধি নাবিদ মিয়া সহ নবীগঞ্জ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের হাতে তা তুলে দেওয়া হয়। আলোচনা সভায় লন্ডন প্রবাসী বর্ণবাদী আন্দোলনের নেতা একে আজাদ কনরকে সাংবাদিকদের এই দুর্যোগকালীন সময়ে মুল্যবান পিপিই ও রেইনকোট প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com