উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ  প্রতিনিধি : করোনা ক্রাইসিস আপিল ফর নবীগঞ্জী ইন ইউ,কে (একটি সমমনা ওয়াটসঅ্যাপ গ্রুপ) নবীগঞ্জ উপজেলায় ৭শত পরিবারকে নগদ ১ হাজার টাকা করে ৭ লাখ টাকার উপহার বিতরণ করেছে। গতকাল ২২ মে শুক্রবার সকালে নবীগঞ্জ সরকারী জে,কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপহার বিতরনের আনুষ্টানিক উদ্ধোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। লকডাউনের বিষন্ন সময় কাটাতে সূখ দুঃখের আলাপের ফাঁকে নবীগঞ্জের কয়েকজন যুক্তরাজ্য প্রবাসী স্বজন একটি ওয়াটসঅ্যাপ গ্রুপ করে দেশে স্বজনদের পাশে দাড়াতে সিদ্ধান্ত নেয়। ওয়াটসঅ্যাপ গ্রæপের এডমিনরা হলেন,শামসুল হুদা চৌধুরী বাচ্চু,আবু ইউসুফ চৌধুরী,তমিমুল ইসলাম চৌধুরী তমিম,কুতুব আফতাব, জাহঙ্গীর আলম রানা, জুয়েল চৌধুরী, আব্দুল মুকিত, আবুল হোসেন জীবন, তাজুল ইসলাম, রহমত আলী। নবীগঞ্জে বন্টন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন, মুজিবুর রহমান শেফু, সাইফুল জাহান চৌধুরী, মোঃ ইয়াওর মিয়া, মোস্তাক আহমেদ মিলু, শিহাব আহমেদ চৌধুরী, আলী আমজাদ মিলন, আব্দুল মুকিত চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, মাহবুবুল আলম সুমন, নুরুল গনি চৌধুরী সুহেল, বিষ্ণু পদ রায়, আলাল আহমেদ প্রমূখ। আমন্ত্রিত অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল,সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, এনটিভি প্রতিনিধি তছনু চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ। করোনা ক্রাইসিস আপিল ফর নবীগঞ্জী ইন ইউ.কের আপিলে সারা দিয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নবীগঞ্জের ১ শত ৯০ জন প্রবাসী আর্থিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করেন।