স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস সমগ্র পৃথিবী জুড়ে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকছেন সবাই। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী ত্রাণের পাশাপাশি গতকাল পৌরসভার তহবিল হতে বিভিন্ন ওয়ার্ডে দুইশত পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণকালে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান বলেন, ঈদ সকলের জন্যেই আনন্দের । আমরা প্রতিবারের চেয়ে এবার ব্যতিক্রম একটি ঈদ উদযাপন করতে যাচ্ছি। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো যেন ঘরে থেকে ঈদ উদযাপন করতে পারে , সেজন্যেই এই ঈদ উপহার। আশাকরি সবাই ঘরে থেকে করোনা মোকাবেলায় সরকারকে সহযোগীতা করবেন। নিজে ও নিজের পরিবারকে নিরাপদ রাখবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com