স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে হবিগঞ্জের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও দোকান কর্মচারীদের সাহায্যে এগিয়ে এসেছে হবিগঞ্জের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহি সংগঠন মার্চেন্ট এসোসিয়েশন। সংগঠনটি ৬ শতাধিক ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। দুপুরে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সাহায্য তুলে দেয়া হয়। হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামসু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ‘এরকম দুর্যোগে মনোবল শক্ত রাখতে হবে। দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা প্রত্যন্ত অ লে কাজ করছি।’ এসময় এমপি আবু জাহির এরকম মহৎ উদ্যোগের জন্য হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। মার্চেন্ট এসোসিয়শনের সভাপতি মোঃ সামসু মিয়া বলেন, ‘করোনা ভাইরাসের জন্য বিরাট ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ি ও দোকান কর্মচারীরা। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণে হবিগঞ্জ জেলা প্রশাসনসহ অনেক ব্যবসায়ি আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।’ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মার্চেন্ট এসোসিয়শনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, আব্দুল কদ্দুছ, হাবিবুর রহমান খান, সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল, মোঃ মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, মইনুল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, প্রচার সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু দাশ, সমাজকল্যাণ সম্পাদক রতন রায়, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ রুবেল, সদস্য মোঃ নাসির মিয়া, বদরুল আলম চৌধুরী, মইন উদ্দিন খান, মহিবুর রহমান টিপু, এম এ মন্নান, জয়নাল আবেদীন শিপন, শফিউল আলম টুটুল, শ্যামল চন্দ্র রায়, অমিয় চন্দ্র রায়, কাউছার আহমেদ রুমেল প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com