স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় কর্মহীন,হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষজনের মাঝে ত্রান বিতরন অব্যাহত রয়েছে। ১৫ মে শুক্রবার দিন ব্যাপি বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে ত্রান বিতরন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধূরী। উপজেলার ১নং উত্তর-পূর্ব,২নং উত্তর-পশ্চিম ও ৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল ও শিশুখাদ্য বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন,পিআইও মলয় কুমার দাস,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।
এরপূর্বে ১নং উত্তর পূর্ব ইউনিয়নে একটি সড়ক আরসিসি ঢালাই কাজের উদ্ভোধন ও মুক্তিযোদ্ধা চত্তরের চলমান কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়াসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com