স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতরকে সামনে রেখে বানিয়াচংয়ে জমে উঠেছে কাপড়ের ব্যবসা। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধিসহ সরকারি দির্দেশনা। ১৪ মে বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ীদের সরকারি সকল আদেশ মেনে চলাসহ স্বাস্থ্য বিধি মেনে চলা সম্পর্কে সচেতনা মূলক প্রচারণা চালিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার’র নেতেৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় স্থানীয় বড়বাজারে টিসিবির ডিলার সাহিবুর মিয়াকে ৫শ, শ্রীদুর্গা কাপড়ের দোকান ১ হাজার ও শামীম মিয়ার কাপড়ের দোকানকে ১ হাজার টাকাসহ ৩ ব্যবসায়ীকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন সরকারের সকল আদেশ মেনে চলে ব্যবসা করুন সবাই ভাল থাকুন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা করার অনুমতি দিয়েছে সরকার। আপনারা সবাই সামজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করুন। আজ সবাইকে সচেতন করা হয়েছে। পরবর্তীতে এর ব্যতিক্রম ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com