স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা আক্রান্তদের সেবা, জানাযা, কাফন দাফন ও সৎকারের সঠিক পদ্ধতি বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার সকালে সাগরদীঘির পশ্চিম পাড়স্থ খান বাংলায় ভলান্টারি সার্ভিস টিম বানিয়াচংয়ের আয়োজনে কর্মশালায় টিমের সকল সদস্যদের প্রশিক্ষন প্রদান করেন ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম। টিম প্রধান ও বানিয়াচং সিনিয়ির ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মোবাশ্বির আহমদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মোঃ আবুল কাশেম চৌধুরী, চেয়ারম্যান, বানিয়াচং উপজেলা পরিষদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং শাহী ঈদগাহের ইমাম শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খাঁন, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, শায়েখ মাওলানা মুখলিছুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন,সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ।
উপজেলা সদরের চারটি ইউনিয়নের সকল ধর্মালম্বীদের নিয়ে করোনা আক্রান্ত মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট ভলান্টারি টিমের সকল সদস্যদের ধন্যবান জানান বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com