নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে ১৭৫ জন ভিজিডি সুবিধাভোগী হতদরিদ্র লোকজনের মধ্যে চলতি এপ্রিল মাসের চাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে হতদরিদ্র লোকজনের মধ্যে ওই চাল বিতরণ করা হয়। সকালে চাল বিতরণের জন্য নিয়ে আসা হলে ইউনিয়ন পরিষদের নিকটবর্তী স্থানে চালের ট্রাক আটকে দেয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়। চলতি ২০ এপ্রিল মাসের চাল উত্তোলনের জন্য উপজেলা খাদ্য গুদাম থেকে ডিও গ্রহণ করেন চেয়ারম্যান আলী আহমদ মুসা। ইউপি সদস্য আব্দুস সোবহানের নামের অনুকূলে ট্রেজারী চালান গৃহীত হয়। ২০ এপ্রিল মার্চ মাসের চাল বিতরণের পর গতকাল চলতি এপ্রিল মাসের চাল বিতরণের জন্য নিয়ে আসার একপর্যায়ে বিশেষ একটি মহলের ইশারায় ওই চাল আটক কর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, থানার ওসি মোঃ আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় খাদ্য গুদামের ডিও পর্যবেক্ষণ শেষে বিতরণের জন্য নিয়ে আসা চালের ট্রাক অবমুক্ত করা হয়।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, চলতি এপ্রিল মাসের চাল সুবিধাভোগী দরিদ্র লোকজনের নিকট বিতরণের জন্যে নিয়ে আসা হয়েছে। মার্চ মাসের চালও বিতরণ করা হয়েছে। চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। চেয়ারম্যান আলী আহমদ মুসা বলেন, বিধি মোতাবেক প্রতিমাসেই ইউনিয়ন ভিত্তিক মাসিক ভিজিডির চাল উত্তোলনের ডিও হয়। চাল উত্তোলনে প্রায়ই বিলম্ব হয়। চাল উত্তোলনে সাময়িক বিলম্বের অজুহাতে অশুভ একটি চক্র চাল আত্মসাতের অভিযোগ দায়ের করে। সার্বিক বিষয় প্রশাসনের নজরদারিতে রয়েছে। তিনি বিশৃঙ্খলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন। ওদিকে, চাল অবমুক্তির পর প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।