স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাদ্যবান্দব কর্মসূচীর ১০ টাকা কেজি চালের ডিলার দেলোয়ার হোসেন ও ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৯ এপ্রিল চালের ডিলার দেলোয়ার হোসনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ২নং ওয়ার্ডের মোঃ নুরুল আমিন কার্ড ১৫১সহ ৯ জন অতিদরিদ্র কার্ডধারীরা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়- ওই ওয়ার্ডের খাদ্য বান্দব কর্মসূচির চালের ডিলার দেলোয়ার হোসেন অভিযোগকারীদের নাম তালিকায় থাকা পরও তাদের চাল দেননি। এমন কি তাদের কোন কার্ড সবরাহ করা হয়নি। অভিযোগে উল্লেখ্য করায় দেলোয়ার হোসেন ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমানের যোগ সাজসে চালগুলো তার ও মেম্বার আত্মীয় স্বজনদের কর্মসূচির তালিকা নাম দিয়ে হতদরিদ্র লোকজনদের নামে বেনামে চাল আত্মসাত করা হচ্ছে। দেশের এ পরিস্থিতিতে অভিযোগকারী ঘরে বন্দি হয়ে খাদ্য অভাবে মানবেতর জীবন যাপন করছেন। তারা ডিলার ও মেম্বারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। অপরদিকে ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমানের বিরুদ্ধে চাল বন্টনে দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা মোছাঃ রুইলা খাতুন।