সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধিঃ লাখাইয়ে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫শত কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ ঘটিকার সময় লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাখাই এর উদ্দ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এসময় প্রধান অতিথি এমপি আবু জাহির করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন গৃহিত পদক্ষেপের কথা উল্লেখ করেন।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, বামৈ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক মামুন, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ। অনুষ্ঠানে ৫শ’ কৃষকদের মধ্যে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রত্যেক কৃষকদের হাতে তুলে দেন প্রধান অতিথি।