মোঃ জসিম উদ্দিন
মহা সচেতন ভাবখানা মোর
যেন আমায় বুঝায় কে
পাড়া মহল্লায় বাশ বেঁধে
গ্রাম গঞ্জে ব্লক ফেলে
ইনিয়ে বিনিয়ে লিখছি লকডাউন
প্রবাস থেকে আসছে চাচা
নারায়ণগঞ্জ এর ভাই
সবাই মিলে আছি বেশ
মৌজে আছি তাই
চুল দাড়ি কাটতে এখন
যেতে হয় না গঞ্জে
পাড়ায় পাড়ায় নাপিত ঘুরে
ঘরে ঘরে টু মারে।
হারিয়ে যাওয়া জনপ্রিয়তা
ফিরে আসছে যৌবন
ক্যারাম, দাবা, লুডু খেলা
চোখে পড়ে সেই রকম
গা ঘেষা দর্শক আছে
জমছে এবার বেশ
গ্রামে যেন শহুরে স্বাধ
যেন করোনা তাদের মূল আশির্বাদ
বসছে হাট বেলতলাতে
চলছে চায়ের আড্ডা
বললে আমরা দেখাই উপরে হাত
করোনা নাকি আন্ডা
বাহিরে ফিটফাট পকেটে মাস্ক
গ্লাভ্স আছে সাথে
কে বলছে সচেতন নয়
অচেতনের দিন আছে?
এক বিড়িতে তিনজনের টান
নচেৎ বন্ধু হলো কেমনে
আড্ডায় আছি বেশতো আছি
দিন কাটছে এমনি।
আমরা কত সচেতন
পুলিশ আগমনের সংবাদ পেলে
সবাই হই চক্ষু আড়াল
কে বলছে সচেতন নয়
ধরছি সচেতনতার হাল ॥