![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/Suruj_Habiganj-Pic.jpg)
এসএম সুরুজ আলী ॥ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা নিজ উদ্যোগে বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রামের বাসিন্দা ইউপি সদস্য জালাল মিয়া আখনজী গ্রামের রাস্তা বেরিকেট দিয়ে লকডাউন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন হামিদুল হক আখনজী, শাহাব উদ্দিন আখনজী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সুলতান, মিশকাত, আতাউর, সোহাগ, শরিফুল, মোজাম্মিল, কদর, রবিন, আশিক, সেফাজ্জুল, সোহান, সলিম, সাদেক, আনোয়ার, মিজান, পিয়ম, পারভেজ, রিয়াজ আখনজী, রইছ মিয়া প্রমূখ।
এর পূর্বে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফেরা সুবিদপুর ও আতুকুড়া গ্রামের ২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে স্বেচ্ছায় যাওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়াও গ্রামের বাজারের মুদি ও ঔষধের ফার্মেসী ছাড়া সব দোকানপাট বন্ধ রাখাসহ এই পরিস্থিতিতে গ্রামের বাহিরে লোকজনদের প্রবেশ না করার আহ্বান জানানো হয়।