স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ ঘটিকা হইতে বানিয়াচং উপজেলার বড়বাজার, নতুন বাজার, গ্যনিংগঞ্জ বাজার, ৫/৬ নং বাজার, ছিলাপাঞ্জা, মিরীগঞ্জ – বানিয়াচং রোড এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। লেফটেন্যান্ট আদনানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ উপ পরিদর্শক ফারুক এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। বিভিন্ন বাজার টহলের সাথে সাথে মিরীগঞ্জ ও বানিয়াচং এর বিভিন্ন সংযোগ সড়কে চলমান যানবাহন মনিটরিং করা হয়।
এ সময় করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও গণপরিবহন করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে গিয়াস উদ্দিন ২ হাজার, নবীর হোসেন ১ হাজার, বাসু বৈদ্য ১ হাজার, , আশরাফুল আলম ১ শ, সজিব মিয়া ১ হাজার এবং গণপরিবহন করায় আলী রহমান ৫ শ ও শাকিল মিয়া ৫ শ সহ ৭ জনকে মোট ৬ হাজার ১শ টাকা অর্থদন্ড করা হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান বলেন, নিজের এবং দশের ভবিষ্যতের কথা বিবেচনা করে অর্থদন্ডসহ সকলকে নিরাপদে গৃহে অবস্থান করার আহবান জানিয়েছি। আবারো আইন ভঙ্গ করে এধরণের কর্মকান্ডে লিপ্ত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে।